বাংলাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আইনি প্রক্রিয়ায় ২০১৮ সালে তথ্য চেয়ে আবেদনের শীর্ষে দিনাজপুর। তথ্যের আবেদন প্রাপ্তির শীর্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্য অধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদনে আবেদনে সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে তা জানা গেছে।
সর্বাধিক আবেদনপ্রাপ্ত ১০ মন্ত্রণালয়ের ডেটা দেখা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে তথ্য চেয়ে আবেদন জমা হয় ১৬০০টি। এর যার মধ্যে ১৪৪৯টিতে তথ্য দেয়া হয়।
সবচেয়ে কম আবেদন পায় অর্থ মন্ত্রণালয়। সেখানে আবেদনের সংখ্যা ৭২, নিষ্পত্তি করা হয় ৪০টি।

দিনাজপুরে তথ্য চেয়ে আবেদন হয় ৩৬০টি। আবেদনের সবগুলোতে তথ্য সরবরাহ করা হয়। দশম স্থানে থাকা মৌলভীবাজারে আবেদন হয় ১০৫টি। এর মধ্যে ১০১টিতে তথ্য দেয়া হয়।
বিভাগ বিবেচনায় সবচেয়ে বেশি (১০৬৫) আবেদন হয়েছে রংপুর বিভাগে। এর পরের অবস্থান ঢাকা। রংপুর ছাড়া বাকি সাত বিভাগের প্রতিটিতে আবেদনের সংখ্যা হাজারের নিচে।
২০১৮ সালে সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষের কাছে মোট আবেদন জমা পড়ে ৮৬৬০টি। এর মধ্যে তথ্য সরবরাহ করা হয় ৮০০৮টিতে। না দেয়ার সিদ্ধান্ত হয় ৩৯১টি, আর প্রক্রিয়াধীন ছিল ২৬১টি।